Warning: Creating default object from empty value in /home/banglahealthtv/public_html/wp-content/themes/demotvtwo/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ওসমানী মেডিক্যালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার - বাংলা হেলথ টেলিভিশন - Bangla Health TV ওসমানী মেডিক্যালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার - বাংলা হেলথ টেলিভিশন - Bangla Health TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

ওসমানী মেডিক্যালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দিব্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।

এরআগে সোমবার (১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে মামলার অপর দুই আসামি রাব্বী ও এহসানকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি জায়গা আমরা নজরদারিতে রেখেছিলাম। এরই প্রেক্ষিতে রাত ১২টা থেকে অভিযান শুরু করে আনুমানিক আধা ঘণ্টা পরে ওসমানী মেডিকেলের শিক্ষার্থীর ওপর হামলার প্রধান আসামি দিব্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্য আসামিদের অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।

সোমবার রাতে দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আন্দোলনে নামেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের হয়ে সেবা বন্ধ রেখে হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন ইন্টার্ন চিকিৎসকরা।

ঘটনার পর হামলায় জড়িত দুই জনকে পুলিশ গ্রেপ্তার করে। সেই সঙ্গে ছাত্রদের দাবির প্রেক্ষিতে হাসপাতাল ও কলেজ প্রশাসন দুটি মামলা করে। দুটি মামলায় এজাহারনামীয় আটজনকে আসামি করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে অভিযুক্ত রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ ফলো করুন

Categories