Warning: Creating default object from empty value in /home/banglahealthtv/public_html/wp-content/themes/demotvtwo/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
দূষণে বাড়ছে শিশু মৃত্যু, গর্ভস্থ ভ্রূণের ব্রেন-ফুসফুসেও পাওয়া যাচ্ছে বিষাক্ত কণা: ল্যানসেট - বাংলা হেলথ টেলিভিশন - Bangla Health TV দূষণে বাড়ছে শিশু মৃত্যু, গর্ভস্থ ভ্রূণের ব্রেন-ফুসফুসেও পাওয়া যাচ্ছে বিষাক্ত কণা: ল্যানসেট - বাংলা হেলথ টেলিভিশন - Bangla Health TV
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ

দূষণে বাড়ছে শিশু মৃত্যু, গর্ভস্থ ভ্রূণের ব্রেন-ফুসফুসেও পাওয়া যাচ্ছে বিষাক্ত কণা: ল্যানসেট

একবিংশ শতাব্দীর ডিজিটাল যুগে দাঁড়িয়েও মানব সভ্যতার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বায়ু দূষণ। দূষণের কালো মেঘ ধীরে ধীরে গ্রাস করছে পৃথিবীকে। দূষণের জেরে শিশু মৃত্যুর হারও বাড়ছে বলে দাবি করেছেন গবেষকরা।

ল্যানসেটের একটি গবেষণায় দাবি করা হয়েছে, বিষাক্ত বাতাসের কারণে শিশুদের মস্তিষ্কের বিকাশ পরিপূর্ণভাবে হচ্ছে না। ক্ষতি হচ্ছে ফুসফুস, হার্ট, লিভারের। এমনকি গর্ভস্থ শিশুর ব্রেন, ফুসফুসেও পাওয়া যাচ্ছে বিষাক্ত কণা।

বেলজিয়ামের হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিম নওরোট ও তার দল এই গবেষণা চালিয়েছেন। সেই গবেষণাপত্রে দাবি করা হয়েছে, শহরাঞ্চলগুলির দূষিত এলাকায় গর্ভস্থ শিশুর মস্তিষ্ক, ফুসফুস এবং যকৃতে দূষিত কণা পাওয়া গেছে। প্রসূতিদের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, বাতাসের দূষিত কণা, ধোঁয়া, কার্বন-ডাই-অক্সাইড মায়ের থেকে শিশুর শরীরেও ঢুকছে। ফলে প্রসবের আগেই গর্ভস্থ শিশুর মস্তিষ্ক, ফুসফুসে সেই বিষাক্ত কণা ঢুকে যাচ্ছে যা পরবর্তী সময়ে দুরারোগ্য জটিল রোগের কারণ হয়ে উঠতে পারে।

করোনা মহামারী মানুষজনকে গৃহবন্দী করেছিল। লকডাউন দশায় নিজে থেকেই পরিশোধিত হয়েছিল বাতাস। এক ধাক্কায় নেমে গিয়েছিল কার্বন-ডাই অক্সাইডের মাত্রা । বিষ্ণ উষ্ণায়ণের হাত থেকে রেহাই মিলতে পারে বলেই আশায় বুক বেঁধেছিলেন পরিবেশবিদেরা। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু হতেই দেখা গেল বিপরীত ছবি। মানুষ যত স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ততই বায়ুদূষণের পাল্লা ভারী হচ্ছে। শিল্প-কারখানায় কার্বনের নিঃসরণের মাত্রা বাড়ছে, যানবাহনের ধোঁয়ায় ফের বিষ ছড়াচ্ছে বাতাসে, ক্ষেত-খামার থেকে মিথেন গ্যাসের মাত্রা বাড়ছে। সব মিলিয়ে ফের অশনি সঙ্কেত দেখছেন পরিবেশবিদরা।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ সংস্থা (হু) ‘এয়ার পলিউশন অ্যান্ড চাইল্ড হেল্থ’ শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয়েছিল ২০১৬ সালে ভারতে-বায়ু দূষণের কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

হু-এর রিপোর্ট অনুসারে, ২০১৬ সালে ভারতের পাঁচ বছরে কমপক্ষে এক লক্ষ শিশু মারা গিয়েছিল যাদের বয়স পাঁচ বছরের কম। আর এখন এই পরিস্থিতি আরও বিপজ্জনক। কারণ বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা আগের থেকে বহুগুণে বেড়ে গেছে।

করোনা কালে গত বছর বাতাসে কার্বণ নিঃসরণের মাত্রা কমেছিল ৫.৪ শতাংশ। এ বছর থেকে ফের তা ঊর্ধ্বমুখী। এর অন্যতম প্রধান কারণই হল, মানুষের তৈরি দূষণ। কলকারখানা ধোঁয়া, গ্রিন হাউস গ্যাসের বাড়বাড়ন্ত। প্লাস্টিক দূষণের কারণে পরিবেশে রাসায়নিকের মাত্রাও বাড়ছে। মাইক্রোপ্লাস্টিক থেকে বিষাক্ত কণা মিশছে মাটি, জলে। চলতি বছর মে মাসের সমীক্ষায় দেখা গেছে, বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে হয়েছে ৪১৭.১৪ পিপিএম (পার্টস পার মিলিয়ন), কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে ৪১৯.৫ পিপিএম।

গবেষকরা বলছেন, শুধু ভাসমান ধূলিকণা (পিএম১০) ও অতিসূক্ষ্ম ধূলিকণাই (পিএম ২.৫) নয়, যানবাহনের সংখ্যা বাড়ায় বাতাসে নাইট্রোজেন-ডাই-অক্সাইডের মাত্রাও বিপজ্জনক হারে বাড়ছে। বায়ুমণ্ডলে ওই ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা (পিএম)-গুলি খুব সহজে মিশে যেতে পারে। কিন্তু যদি পিএম কণাগুলির ব্যাস বেশি হয় তাহলে বায়ুমণ্ডলে মিশে যেতে সময় লাগে বেশি। বিদ্যুৎকেন্দ্র, গাড়ি, ট্রাক, অগ্নিকাণ্ড, ফসল পোড়ানো ও কারখানার চিমনি থেকে এই দূষণ-কণাগুলি বাতাসে ছড়িয়ে পড়ে। পরে বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে বিষ-বাস্প তৈরি করে। এই বিষাক্ত বাতাসের কারণেই শ্বাসজনিত সমস্যা, ফুসফুসের সংক্রমণ, হৃদযন্ত্রের সমস্যা ছাড়াও ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রাণ যায় অন্তত ৬ লক্ষ শিশুর। 

১ বছরের কম বয়সী ১৭ মিলিয়ন শিশু বিষাক্ত বাতাসে শ্বাস নেয়, বেশিরভাগ দক্ষিণ এশিয়ায় বাস করে – ইউনিসেফ

সূত্র: দ্য ওয়াল, ল্যানসেট মেডিকেল জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ ফলো করুন

Categories